১৬ দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

বণিক বার্তা প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৩১

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী ফ্লাইটটি আজ দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গতকাল বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 


প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে দেশের উদ্দেশে যাত্রা করার কথা। সেখানে তাকে বিদায় জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। 


গত ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন তিনি। দ্বিপক্ষীয় নানা বৈঠকের পাশাপাশি অংশ নেন উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে। প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায়ও যোগ দেন শেখ হাসিনা। এছাড়া ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us