কসোভো-সার্বিয়া কি আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে

প্রথম আলো প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ২২:৫৫

সার্বিয়া ও কসোভোর মধ্যকার পুরোনো বিরোধ সম্প্রতি আরও বেড়েছে। বিশেষ করে গত ২৪ সেপ্টেম্বর কসোভোর উত্তরাঞ্চলীয় বাঞ্জস্কায় একটি থানায় সার্ব আধা সামরিক বাহিনীর সদস্যদের হামলা ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। দেশ দুটি আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ে কি না, এখন সেই শঙ্কা দেখা দিয়েছে।


থানায় এক পুলিশ কর্মকর্তাকে হত্যার পর বন্দুকধারীরা সীমান্তের একটি ধর্মীয় স্থাপনায় আশ্রয় নেয়। পরে সেখানে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন সার্ব নিহত হন। ১৯৯৯ সালে কসোভো যুদ্ধ শেষ হওয়ার পর এই সহিংসতাকে সবচেয়ে মারাত্মক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।


এ ঘটনার জন্য বেলগ্রেড ও প্রিস্টিনা পরস্পরকে দায়ী করে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিস বলেন, কসোভো সরকারের ‘সন্ত্রাস’ দেশটির উত্তরাঞ্চলে বসবাসরত সার্ব সংখ্যালঘুদের ‘বিদ্রোহের’ দিকে ঠেলে দিচ্ছে।


অন্যদিকে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি অভিযোগ করেন, সার্বিয়া ‘সংঘবদ্ধ অপরাধী’ চক্রকে অর্থ ও সরঞ্জাম দিয়ে সাহায্য করছে, যারা তাঁর দেশে হামলা চালাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us