পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বিদ্রোহীদের অতর্কিত হামলায় অন্তত ২৯ সৈন্য নিহত হয়েছেন। মালির সীমান্তের কাছে বিদ্রোহীদের হামলায় সৈন্যদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
গত জুলাইয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর দেশটিতে এই হামলা সবচেয়ে ভয়াবহ। দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের সমাধানে আলজেরিয়ার দেওয়া প্রস্তাব নাইজার গ্রহণ করেছে বলে সোমবার আলজেরিয়া জানিয়েছে। তবে রাজনৈতিক সংকট সমাধানে আলজেরিয়ার মধ্যস্থতাকারীর প্রস্তাব মেনে নেওয়ার তথ্য অস্বীকার করেছে নাইজারের জান্তা।
নাইজারের প্রতিবেশী মালি ও বুরকিনা ফাঁসোর ক্ষমতায় আছে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সামরিক বাহিনী। তিন দেশের জান্তা সরকারই নিজ নিজ দেশে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করছে।