কয়েকজন বিশিষ্ট সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। নিউজক্লিক নামের একটি ওয়েবসাইটের তহবিল সংক্রান্ত তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানী দিল্লিতে ওই অভিযানের সময় সংশ্লিষ্ট লোকজনের মোবাইল এবং ল্যাপটপও জব্দ করা হয়।
নিউজক্লিক চীনের কাছে থেকে অবৈধভাবে তহবিল পেয়েছে এমন অভিযোগ উঠেছে। যদিও ওয়েবসাইটটি এমন অভিযোগ অস্বীকার করেছে। এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সকালে প্রায় ১২ জনের বাড়িতে হানা দিয়েছে দিল্লি পুলিশের বিশেষ একটি দল। কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
তবে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিকদের থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। গত আগস্টেই চীনা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছিল নিউজক্লিকের মালিক নেভিল সিংহমের বিরুদ্ধে। তারপরেই নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
বেশ কয়েকদিন আগেই নিউজক্লিকের আর্থিক অনুদান নিয়ে তদন্ত শুরু করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সময়ই অভিযোগ ওঠে যে, বেআইনিভাবে বিদেশি অনুদান নিয়েছে নিউজক্লিক। মূলত চীন থেকে অনুদান আসতো নিউজক্লিক। নিউজক্লিকের সাংবাদিক ও অন্যান্য কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগই আনা হয়েছে।