বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলো ম্যালেরিয়ার নতুন ও সস্তা টিকা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ২৩:২৪

ম্যালেরিয়ার নতুন একটি টিকা ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই টিকাটি সস্তা এবং বিপুল  পরিমাণে উৎপাদন করা সম্ভব। অক্সফোর্ড ইউনিভার্সিটি এই টিকাটি উদ্ভাবন করেছে। এটি রোগটির বিরুদ্ধে সংস্থাটির অনুমোদিত দ্বিতীয় টিকা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে শিশু ও নবজাতকের মৃত্যু হয়। মশাবাহিত এই রোগটিকে জনস্বাস্থ্যের অন্যতম শত্রু হিসেবে মনে করা হয়। একটি জটিল পরজীবী দ্বারা এই রোগ সৃষ্টি হয় এবং রক্তচোষা মশার কামড়ে এটি ছড়ায়। সাধারণ ভাইরাসের তুলনায় এটি মানবদেহের অভ্যন্তরে ক্রমাগত আকার পরিবর্তন করে প্রতিরোধ ব্যবস্থা থেকে লুকিয়ে থাকতে পারে। ফলে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি এবং টিকা উদ্ভাবন কঠিন। এক শতাব্দীর বেশি সময় ধরে বৈজ্ঞানিক প্রচেষ্টার পর রোগটির বিরুদ্ধে কার্যকর টিকা উদ্ভাবন সম্ভব হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us