অস্ত্রোপচারের সময় রোগীর দেহ থেকে কিডনি সরিয়ে ফেলা এবং পাচার সংক্রান্ত গ্যাং পরিচালনার অভিযোগে ফাওয়াদ মুখতার নামে এক চিকিৎসক ও তার গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। রোববার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাওয়াদ মুখতার জানিয়েছেন, এ পর্যন্ত মোট ৩২৮ জন রোগীর দেহ থেকে কিডনি চুরি করেছে তার নেতৃত্বাধীন চক্র। চুরি করা এসব কিডনি বিক্রি করা হতো পাকিস্তানের বিভিন্ন ধনী খরিদ্দারদের কাছে। প্রতিটি কিডনি বিক্রি হয়েছে ১ কোটি রুপিতে।
পুলিশসূত্রে আরও জানা গেছে, অসাধু এই চক্রটির কার্যক্রম ছিল পাঞ্জাব থেকে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মির পর্যন্ত। দীর্ঘদিন হাসপাতালে থেকে চিকিৎসা করানো বা অস্ত্রোপচারের সামর্থ্য নেই এমন রোগীদের ‘টার্গেট’ করত এই চক্র। তারপর নামমাত্র অর্থে অস্ত্রোপচারের লোভ দেখিয়ে এই রোগীদের নিয়ে আসা হতো।