অস্কারজয়ী ইতালীয় অভিনেত্রী সোফিয়া লরেন। কিছুদিন আগে জেনেভায় নিজের বাড়ির বাথরুমে পা পিছলে পড়ে গুরুতর আহত হন ৮৯ বছর বয়সী অভিনেত্রী। পরে জানা যায়, তাঁর ঊরু ও পায়ের হাড় ভেঙে গেছে। এর পর গত শুক্রবার তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়।
এক বিবৃতিতে লরেন বলেন, ‘আমার প্রতি সবাই যেভাবে সহানুভূতি ও ভালোবাসা দেখিয়েছেন, সে জন্য কৃতজ্ঞ। আগের চেয়ে ভালো আছি, এখন আমাকে দীর্ঘ বিশ্রাম নিতে হবে।’ ১৯৩৪ সালে ইতালিতে জন্মগ্রহণ করেন সোফিয়া লরেন।
১৯৫০ সালে মুক্তি পায় সোফিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আই অ্যাম ক্যাপাটাজ’। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৯৬২ সালে অস্কার পেয়েছিলেন সোফিয়া লরেন। বিদেশি ভাষার চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে তিনিই প্রথম সেই অস্কার পেয়েছিলেন। ১৯৯১ সালে অস্কারে তাঁকে আজীবন সম্মাননাও জানানো হয়।