বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর।
আজ রোববার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আলোচিত 'মুজিব' বায়োপিকের আনুষ্ঠানিক ট্রেলার প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সিনেমাটি ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।
গত ৩১ জুলাই সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। এর আগে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের জন্য ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করা হয়েছিল।
খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।