আগেকার দিনের বাংলা সিনেমাগুলো দেখেছেন? যেখানে রাজা-বাদশারা বার্তা পৌঁছাতে কবুতরের ব্যবহার করতো। কিংবা প্রেমিকা পায়রার পায়ে প্রেমিকের জন্য লেখা চিঠি বেঁধে উড়িয়ে দিত। শুধু সিনেমায় নয় প্রাচীনকালে বার্তা বা চিঠি পাঠাতে একই পন্থা অবলম্বন করা হতো।
বিশ্বযুদ্ধের সময় পায়রাই সৈনিকদের বার্তা এক ব্যারাক থেকে অন্য ব্যারাকে পৌঁছে দিত। কালের বিবর্তনে পায়রার যুগ উঠে গেছে। বার্তা পাঠানো কিংবা কথা বলার জন্য ব্যবহার হচ্ছে মোবাইল ফোন।
আর ইন্টারনেটের যুগে ই-মেইল, ফেসবুকের মতো অনেক আধুনিক প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়। এখন বার্তা লিখতে বা টাইপ কর এক ক্লিকেই পৌঁছে যাচ্ছে গন্তব্যে। তাই পায়রা দিয়ে বার্তা পাঠানোর ব্যাপারটা এখন রূপকথার গল্পের মতো মনে হয়।