You have reached your daily news limit

Please log in to continue


৩৫০ বছর পর ভারতে ফিরছে ছত্রপতি শিবাজির ‘বাঘনখ’

মারাঠি রাজা ছত্রপতি শিবাজির ‘বাঘনখ’ ৩৫০ বছর পর ভারতে ফিরছে। যুদ্ধে ব্যবহৃত বিশেষ এই অস্ত্র আগামী নভেম্বরে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভারতের মহারাষ্ট্রে ফিরিয়ে আনা হবে।

১৬৫৯ সালে বিজাপুর সালতানাতের আফজল খানকে এ বাঘনখের সাহায্যেই পরাজিত করেছিলেন ছত্রপতি শিবাজি।

এ বছর পালিত হচ্ছে ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেকের ৩৫০তম বার্ষিকী। এ উপলক্ষে তিন বছর ধরে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে (জাদুঘর) বাঘনখের প্রদর্শন শেষে এটিকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।

বাঘনখটি ফিরিয়ে আনতে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে সই করবেন মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী সুধির মুঙ্গান্তিবার। এ জন্য আগামী মঙ্গলবার তাঁর লন্ডনে যাওয়ার কথা।ধারণা করা হচ্ছে, বাঘনখটি ফিরিয়ে আনার পর সেটিকে দক্ষিণ মুম্বাইয়ে অবস্থিত ছত্রপতি শিবাজি মহারাজ জাদুঘরে রাখা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন