পেইড ভেরিফিকেশন চালু হোয়াটসঅ্যাপে

দেশ রূপান্তর প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৪

মেটা ভেরিফায়েড ব্যাজ চালু রেখেছিল শুধু ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য। এখন এই ভেরিফিকেশন হোয়াটসঅ্যাপের জন্যও চালু হতে যাচ্ছে। সংবাদমাধ্যম ভার্জ জানায়, মেটা প্ল্যাটফরমের বিজনেস পার্টে শিগগিরই ব্লু চেক কেনার সুবিধা আসবে। এতে বিশেষ কিছু ফিচার ও সাপোর্ট থাকবে।


সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গ একটি ইভেন্টে এই ঘোষণা দেন। বছরের শুরুতে মেটা ঘোষণা দেয় ক্রিয়েটরদের জন্য মেটার ভেরিফায়েড সুবিধা পেতে মাসে ১২ ডলার করে লাগবে। এতে ক্রিয়েটররা ব্লু চেক এবং কাস্টমার সাপোর্ট ও ইমপারসোনেশন প্রোটেকশনের মতো ফিচার পাবে। ফেসবুক বা ইনস্টাগ্রামের বিজনেস এটি কিনতে পারবে মাসে ২২ ডলার করে। অথবা মাসে ৩৫ ডলার দিয়ে একসঙ্গে কেনা যাবে দুটোই। পরে অবশ্য ক্রিয়েটরদের মূল্য ১২ ডলার থেকে ১৫ ডলার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us