বড় হচ্ছে দেশের টিভির বাজার

প্রথম আলো প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৮

দেশে টেলিভিশনের বাজার বড় হচ্ছে, বিশেষ করে স্মার্ট টিভির বাজার। টেলিভিশন খাতের সঙ্গে সংশ্লিষ্ট খাতগুলোও সমানতালে এগিয়ে যাচ্ছে। বাড়ছে টেলিভিশনের উৎপাদন, বিক্রি ও রপ্তানি। টেলিভিশন খাতে দেশীয় উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেলেও এই শিল্পের হুমকি ‘গ্রে মার্কেট’ (অননুমোদিত পণ্যের বাজার)। শুধু উৎপাদন, বিক্রি বা রপ্তানিই নয়, মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে টেলিভিশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


বাড়ছে প্রযুক্তির ব্যবহার


টিভি এখন আর শুধু দেখার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। দেখার ধরন ও টেলিভিশনের আকারে এসেছে ব্যাপক পরিবর্তন। টিভিতে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। ক্রেতারাও ঝুঁকছে স্মার্ট টিভির দিকে। সনাতন পদ্ধতির সিআরটি টিভি এখন বলতে গেলে বিলুপ্ত প্রায়। সিআরটি টিভিকে হটিয়ে বাজারে আসে এলসিডি ও এলইডি টিভি। আবার এলসিডি-এলইডির জায়গাটি এখন দখল করছে স্মার্ট টিভির নানা সংস্করণ। মনিটরের প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি আরও বেশ কিছু ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে টেলিভিশনে। টিভি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও টিভিকে কতটা স্লিম ও প্রযুক্তিসমৃদ্ধ করা যায়, সেই প্রতিযোগিতায় নেমেছে। বর্তমানে একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যেসব কাজ করা যায়, প্রায় সব কটিই স্মার্ট টিভির মাধ্যমেও করা সম্ভব। ফলে টেলিভিশনের আবেদনও দিন দিন বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us