বিশ্বকাপ দলে শুধু এবাদত মিসিং: সাকিব

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০

বড় রকমের বিতর্ককে সঙ্গী করেই ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে তামিম ইকবালের দলে না থাকাকে বিশাল শূন্যতা হিসেবেই দেখছেন সকলে। অভিজ্ঞ এই ক্রিকেটারকে মিস করবেন, এমন কথাও শোনা গিয়েছে দলের কারো কারো কাছ থেকে। যদিও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বাস করেন, বিশ্বকাপের দল বেশ ভালোই হয়েছে।


তবে পুরো দলে একজনকেই মিস করছেন সাকিব। সেটাও তামিম ইকবাল নন। সাকিব মিস করছেন পেসার এবাদত হোসেনকে। বিগত কয়েকমাস ধরেই ওয়ানডে ফরম্যাটের মাঝের ওভারগুলোতে দলকে স্বস্তি দিয়েছিলেন এবাদত। তবে বিশ্বকাপ খেলা হচ্ছেনা তার। হাঁটুর চোটের কারণে 


দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বৃহস্পতিবার এবাদতকে নিয়ে সাকিব বলেন, 'আমার পুরো বিশ্বকাপ দলে একটাই মিসিং সেটা হলো এবাদত। সে হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় মিসিং। এই বিশ্বকাপ যেখানে খেলা হচ্ছে যে কন্ডিশনে খেলা হচ্ছে সেখানে আমার সবচেয়ে বড় অস্ত্রটা নেই৷ সে হচ্ছে এবাদত, এই একটা বাদে আমার কাছে মনে হয় আর আমার কোনো উইকনেস এই দলে৷ আর আমরা সবই কাভার করার চেষ্টা করেছি৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us