পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মানুষ আগে বলতো শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের জন্য অপরিহার্য। কিন্তু এখন বলে শুধু আওয়ামী লীগ নয়, পুরো বাংলাদেশের জন্য অপরিহার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল বাস্তবায়ন হয়েছে। মেঘনা সেতু হবে, পোর্ট টু পোর্ট যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, কক্সবাজার পর্যন্ত মানুষ ট্রেনে চলাচল করবে। এত কিছু হয়েছে বলে আমরা অনেকের শত্রু হয়ে গেছি। তবে আমি বলব, ‘রাখে আল্লাহ মারে কে, শেখ হাসিনাকে ঠেকায় কে?’
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি ভিন্নধর্মী বাহিনী। এই বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষা করে না, বরং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নানাভাবে কাজ করে। আনসার বাহিনী যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে যে আইন করতে যাচ্ছেন, তাতে আনসার বাহিনী একটি স্মার্ট বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে।