দুর্ঘটনা থেকে চালক ও আরোহীকে সুরক্ষিত রাখতে প্রাইভেট কারে এয়ারব্যাগ থাকে। এবার ফোনেও মিলবে এই সুবিধা। ফোনের কেসিংয়ের জন্য এয়ারব্যাগ এলো। অনেকটা উচ্চতা থেকে ফোন-সমেত কেসটিকে নিচে ফেলে দিলেন। আর যেই না ফোনটা মাটিতে স্পর্শ করতে যাবে, কভার থেকে একটি এয়ারব্যাগ বেরিয়ে আসে এবং ফোনটিকে রক্ষা করে। এয়ারব্যাগ-সমেত ফোন কেসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
ফোন কেনার সঙ্গে সঙ্গেই তার ডিসপ্লে সুরক্ষিত রাখতে আমরা ট্যাম্পার্ড গ্লাস লাগাই। পাশাপাশিই আবার একটি কেসও কিনে ফেলি, যাতে সেই ফোনের বডি অক্ষত থাকে। কিন্তু ট্যাম্পার্ড গ্লাস আর একটা কেস লাগিয়ে নিলেই কি ফোন পড়ে গেলে ভেঙে যায়। অনেকের ফোনে ট্যাম্পার্ড গ্লাস লাগানোর পরও ফোনের ডিসপ্লে ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এমনকি ফোন কেস লাগানোর পরও তা কোনো এক প্রান্ত ভেঙে পড়েছে।