আজ ৩ দাবিতে জামায়াতের বিক্ষোভ

সমকাল প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯

দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ বুধবার সব মহানগরে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম। বিবৃতিতে তিনি বলেন, আদালত থেকে জামিন দিলেও নতুন নতুন মিথ্যা মামলায় নেতাকর্মীকে কারাগারে আটকে রেখেছে সরকার।


‘আগের দুইবারের মতো নির্বাচন করতে চায় সরকার’ জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেছেন, সরকার ২০১৪ এবং ২০১৮ সালের মতো প্রহসনের সাজানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে। জনগণ এবার পাতানো নির্বাচন মানবে না। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। গতকাল যশোর পশ্চিম জেলা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন। আরও বক্তব্য দেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কর্মপরিষদ সদস্য আজিজুর রহমান প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us