একদিকে দেশে ডলারের সংকট। অন্যদিকে, চরম অস্থিরতায় চলছে ডলার বাজার। নির্ধারিত দাম মানছেন না অনেক ব্যাংক। খোলা বাজারের ডলারের দাম আরও ভয়াবহ। ব্যাংক ও খোলা বাজার বা কার্ব মার্কেটে রয়েছে বিস্তর ফারাক। এসব পরিস্থিতিতে ডলারের বাজার নিয়ে গভর্নরের সঙ্গে দেখা করেন বেসরকারি খাতের পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোর এমডিদের জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে আপাতত ডলার বাজারে নীতিগত পরিবর্তন আনা হবে না। রোববার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর এমডিরা দেখা করতে গেলে গভর্নর একথা জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রটি জানায়, পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডলার বাজারের পরিস্থিতি তুলে ধরেন গভর্নরের কাছে। এসময় ডলার বাজারসহ কিছু বিষয়ে পরামর্শ চান তারা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি। নির্বাচনের আগে ব্যাংক খাতে বড় ধরনের কোনো সংস্কার বা নীতির পরিবর্তন হবে না। আবার ডলার বাজার নিয়েও সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। পরিস্থিতি সামাল দিয়ে চলতে হবে। তবে ডলারের দামে পরিবর্তন আনা হচ্ছে, সেটা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গভর্নর।