পাকিস্তানের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে অচলাবস্থা চলছে অনেক দিন ধরেই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার একটি বড় বিরোধ নিষ্পত্তির পথে রয়েছে বলে মনে করা হচ্ছে।
অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান বলছে, প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে আলোচনায় বসেছেন। তাদের আশাবাদ, বিষয়টি নিয়ে আগামী দুই দিনের মধ্যে একটি সমাধান হতে পারে।
পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ ইনজামামকে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করার এখতিয়ার দিয়েছেন। উল্লেখ করা প্রয়োজন যে, ক্রিকেটাররাও ইনজামামের মতো একজন এজেন্টই চান। যিনি তাদের রাজি করাতে গেলে তাদের পক্ষে কাজ করতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং স্পনসরদের কাছ থেকে পিসিবি প্রাপ্ত রাজস্বের একটি অংশ খেলোয়াড়দের দেওয়ার দাবির মধ্যেই সমস্যার মূল নিহিত। এই রীতি বর্তমানে পাকিস্তানে বিদ্যমান নেই, এবং এটি দ্রুত বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং মনে হতে পারে।