যুক্তরাষ্ট্র আরোপিত বিধিনিষেধের প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে হুয়াওয়ে। প্রযুক্তি খাতে পুনরায় শীর্ষে আসার জন্য কিরিন চিপসেটের পাশাপাশি নতুন সিরিজের সেলফোনও উন্মোচন করেছে কোম্পানিটি। এমন পরিস্থিতিতে নতুন গুঞ্জন ছড়িয়েছে রাশিয়া, সৌদি আরব, ভেনিজুয়েলাসহ বিভিন্ন দেশ হুয়াওয়ের কাছ থেকে ফাইভজি স্মার্টফোন কিনছে। তবে চীনের কোম্পানিটি এ গুঞ্জন নাকচ করে দিয়েছে। খবর গিজমোচায়না।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেয়া এক বিবৃতিতে হুয়াওয়ে এটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, এ গুজবের কোনো বাস্তব ভিত্তি নেই এবং বিভিন্ন প্লাটফর্ম ও অ্যাকাউন্টে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এ ধরনের ভিত্তিহীন তথ্য না ছড়ানোর জন্য গ্রাহকের কাছে অনুরোধ জানিয়েছে হুয়াওয়ে। পাশাপাশি এমন কিছু ঘটলে দ্রুত কোম্পানিকে অবগত করার আহ্বান জানিয়েছে।