বল হাতে দাপুটে শুরু বাংলাদেশের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮

এশিয়ান গেমসে আগের দুই আসরে রৌপ্য পদক জয় করে এনেছিল বাংলার মেয়েরা। এবার দেশ ছাড়ার আগে অধিনায়ক জ্যোতি শুনিয়েছিলেন স্বর্ণপদক জয়ের প্রত্যাশা। তবে সেটা আর হয়নি। ভারতের কাছে সেমিফাইনাল হেরে বিসর্জন দিতে হয়েছে সেই স্বপ্ন। তবে ব্রোঞ্জ জয়ের আশা এখনো আছে। আর সেই পদক নিশ্চিতের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক সূচনা।


চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগেরদিন টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত বিষ্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না টাইগ্রেস দলপতি। 


সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণও দিচ্ছেন বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২২ রান। এদিন স্কোরবোর্ডে ১০ রান জমা করতেই তারা খুইয়েছে ৩ উইকেট। বাংলাদেশের পক্ষে মারুফা, সানজিদা এবং নাহিদা প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন। নবম ওভারে বল করতে এসেই ১৩ রান করা সাদাফকে ফিরিয়েছেন রাবেয়া খান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us