ভারতের টেলিকম খাতে ব্যবহারকারী বেড়েছে

বণিক বার্তা প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩

প্রযুক্তি খাতের বিভিন্ন কোম্পানির জন্য ভারত এখন অন্যতম ব্যবসায়িক কেন্দ্র। অধিক জনসংখ্যা ও প্রযুক্তির প্রতি আগ্রহ থাকায় দেশটিতে বিভিন্ন কোম্পানি কারখানা স্থাপন করেছে। সম্প্রতি দেশটির টেলিকম খাতে ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। তথ্যানুযায়ী জুনের শেষে দেশটিতে ব্যবহারকারী বেড়ে ১১৭ কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।


নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানিগুলোর কারণে মূলত দেশটির টেলিকম খাতে ব্যবহারকারী বেড়েছে। বিশেষ করে রিলায়েন্স জিওর নেটওয়ার্কে ২২ লাখ ৭০ হাজার এবং ভারতী এয়ারটেল ১৪ লাখ ব্যবহারকারী যুক্ত করেছে। মাসিক ব্যবহারকারীসংক্রান্ত এক প্রতিবেদনে ট্রাই জানায়, চলতি বছরের মে মাসে টেলিকম খাতে ভারতের ব্যবহারকারী ছিল ১১৭ কোটি ২৬ লাখ। জুনের শেষ নাগাদ তা ১১৭ কোটি ৩৯ লাখে পৌঁছেছে। মাস হিসেবে ব্যবহারকারী বৃদ্ধির হার দশমিক ১১ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us