গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর সিটি করপোরেশন যথাযথ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। যেসব কীটনাশক নিয়ে এসেছে সেগুলোও কাজে লাগেনি। বরং এসবের মাধ্যমে লুটপাট করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি কর্তৃক ‘দুই মেয়রের পদত্যাগ ও দ্রব্যমূল্যের দাম জনগণের নাগালের মধ্যে আনার দাবি’তে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, প্রতিদিন কেউ না কেউ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। জুন-জুলাই থেকে এর ব্যাপক প্রকোপ শুরু হয়েছে। কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার বা সিটি কর্পোরেশন সত্যিকার উদ্যোগ গ্রহণ করেননি। ২০১৯ সাল থেকে দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, অথচ ডেঙ্গু মশার লার্ভা যেন জন্মাতে না পারে সে বিষয়ে তেমন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তেমন উদ্যোগ গ্রহণ করা হলে ডেঙ্গুর প্রকোপ ৪০ ভাগ কমে যেত। অথচ পাশের দেশ ভারত এমন উদ্যোগ অনেক আগেই গ্রহণ করেছে।