‘স্পোর্টসওয়াশিং!’
সৌদি আরব ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ধাক্কা দেওয়ার পর পশ্চিমা সংবাদমাধ্যমে এই শব্দটা আলোচনায় উঠে এসেছে বহুবার। মানবাধিকার লঙ্ঘন নিয়ে সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলে আসছে পশ্চিমা বিশ্ব।
তাদের দাবি, এসব অভিযোগ থেকে বিশ্বের নজর সরাতে ফুটবলে প্রচুর টাকা ঢালতে শুরু করেছে সৌদি সরকার। ইউরোপ থেকে তারকা খেলোয়াড়দের লোভনীয় পারিশ্রমিকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৌদি আরবে। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবও কিনেছে সৌদি সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান।