চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ দশমিক ৬২ বিলিয়ন বা ১৬২ কোটি মার্কিন ডলার কমেছে। এর কারণে এখন রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে রিজার্ভ কমার এই চিত্র দেখা যায়। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ আগস্ট রিজার্ভ ছিল ২ হাজার ৩০৬ কোটি ৯৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক মুদ্রা আয়ের বড় দুই উৎসের একটি প্রবাসী আয় ব্যাংক মাধ্যমে আসা কমেছে। গত দুই মাসে (জুলাই-আগস্ট) দেশে প্রবাসী আয় আসা সাড়ে ১৩ শতাংশ কমেছে। এ ছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই-আগস্ট সময়ের আমদানির দায় বাবদ ১৩১ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে। অন্যদিকে, রিজার্ভ থেকে বাজারে ডলার বিক্রি করাও হচ্ছে। এসব কারণেই মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে।