গুগলের প্রডাক্ট জিমেইল, ইউটিউব, ড্রাইভ ও ম্যাপসহ একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে বার্ড এআই। মানুষের দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রয়োগ করার লক্ষ্যেই এবার এই সুবিধা দিতে যাচ্ছে টেক জায়ান্টটি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট চ্যাটজিপিটিকে টক্কর দিতে কয়েক মাস আগেই গুগল বার্ড এআই লঞ্চ হয়। তারপর থেকেই সার্চ-ইঞ্জিন জায়ান্টটি তার এটিকে আরও উন্নত করতে কাজ করে গিয়েছে। আরও বেশি সংখ্যক মানুষের কাছে চ্যাটবটটিকে পৌঁছে দিতে তাতে যোগ করা হয় নতুন কিছু ফিচার।