You have reached your daily news limit

Please log in to continue


টেক্সট থেকে ছবি: ডাল–ই-র উন্নত ভার্সন আনল ওপেনএআই

টেক্সট থেকে ছবি তৈরির টুল ডাল–ই-র উন্নত ভার্সন নিয়ে এল ওপেনএআই। এই ভার্সনে অসম্পূর্ণ নির্দেশনা দিলেও আগের চেয়ে নিখুঁত ছবি তৈরি হবে। চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারসহ গ্রাহকরা অক্টোবর থেকে ডাল–ই ৩ ভার্সন ব্যবহার করতে পারবেন।

চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করে টেক্সট নির্দেশনার ভিত্তিতে ছবি তৈরির প্রথম টুল নিয়ে আসে ওপেনএআই। চ্যাটবটকে নির্দেশনা দিয়ে ছবি তৈরির পাশাপাশি ছবি পরিবর্তন আনা যায়।

ওপেনএআইর বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ডাল–ই ৩ ভার্সনের মাধ্যমে ছোট বা অল্প নির্দেশনা দিয়েও ডিটেইল ও নির্ভুল ছবি তৈরি করা যায়। এই সংস্করণে সুরক্ষা জোরদার করা হয়েছে। সহিংস, শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী ও ঘৃণা ছড়ানোর মতো বিষয়বস্তু তৈরির ক্ষমতা সীমিত করে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন