বিশ্বজুড়ে বাড়ছে পর্যটকদের অসহিষ্ণু আচরণ

আজকের পত্রিকা প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬

পৃথিবীর ইতিহাস ভ্রমণের ইতিহাস। পৃথিবীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি মানুষের কাছে তুলে ধরতে বরাবরই অবদান রেখে গেছেন পর্যটকেরা। ৭০০ বছর আগে ইবনে বতুতা ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে উঠেছিলেন পৃথিবী ভ্রমণের কারণে। তেমনি আবার কলম্বাসের মতো পর্যটকেরাও আছেন। আমাদের অজানা নয় কলম্বাসের আমেরিকা আবিষ্কারের নামে সে অঞ্চলের জনজীবন অতিষ্ঠ করে তোলার কুখ্যাত ইতিহাসও।


বর্তমান সময়ে যেন তারই ছায়া ঘুরে বেড়াচ্ছে অনেক পর্যটকদের সঙ্গে। বিশ্বজুড়ে প্রায় প্রতিদিনই ভ্রমণে গিয়ে করা পর্যটকদের খারাপ আচরণের খবর পাওয়া যায়। কয়েক সপ্তাহ আগে দুজন আমেরিকান নাগরিককে মদ্যপ অবস্থায় আইফেল টাওয়ারের একটি বন্ধ অংশ থেকে উদ্ধার করা হয়েছিল। প্রবেশ নিষেধ জেনেও তাঁরা সেখানে লুকিয়ে ছিলেন। আরেকজন কানাডীয় কিশোর বিকৃত করেছিল ১ হাজার ২০০ বছরের পুরোনো একটি জাপানি মন্দির। আমাদের দেশে পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে ভ্রমণকারীদের অসৌজন্যমূলক আচরণ কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। সাংবাদিক ল্যারি ব্লাইবার্গ সম্প্রতি একটি লেখায় ক্ষোভ প্রকাশ করেন এই বলে যে পর্যটকদের এমন অসহিষ্ণু আচরণে মনে হয়, আজকাল বিশ্ব ভুলে যাচ্ছে অন্যের বাড়িতে গিয়ে কী ধরনের আচরণ করা বাঞ্ছনীয়। যেন যতই তাঁরা ঘুরছেন, ততই অসভ্য হয়ে উঠছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us