জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে আবারও কাশ্মির সংকট নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় ভারত-পাকিস্তানের মাঝে সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই সংকটের সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, ভারত ও পাকিস্তানের মাঝে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে কাশ্মিরে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হলে তা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করবে।