You have reached your daily news limit

Please log in to continue


‘কানা’র হাটবাজার

আজকাল এক বিশাল আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বাজার। গৃহকর্তারা বুলেট-বোমার নাম শুনেও হয়তো ততটা আতঙ্কিত হচ্ছেন না, যতটা আতঙ্কিত হচ্ছেন বাজারের নাম শুনে। আর চেষ্টা করছেন কীভাবে এই জায়গায় না গিয়ে পারা যায়। কিন্তু মানুষের সব চেষ্টা কি সাফল্যের মুখ দেখে? তেমনি অসহায় গৃহকর্তাদের বাজারে না যাওয়ার চেষ্টাটাও সাফল্যের মুখ দেখছে না, দেখবেও না কোনোদিন। কারণ বাজার হচ্ছে এমন এক জায়গা, যে জায়গার নাম শুনলে যতই ভয়ে কলিজা শুকিয়ে যাক, যতই হার্ট অ্যাটাকের দশা হোক, তবু সেখানে যেতেই হয়, যেতেই হবে।

হ্যাঁ, না গিয়ে হয়তো পারা যাবে, যদি আমরা বাতাস খেয়ে বাঁচতে শিখে যেতে পারি। যেহেতু কোনোদিনই বাতাস খেয়ে বাঁচা সম্ভব হবে না, তাই বাজারে যেতেও বাধ্য না হয়ে পারা যাবে না। মানুষ সাধারণত এমন জায়গায় যেতে ভয় পায় বা এমন জায়গার নাম শুনলে আঁতকে ওঠে, যেখানে হিংস্র জীবজন্তু থাকে, মানুষখেকো প্রাণী থাকে। অথচ বাজারে এমন কোনো প্রাণী বা জীবজন্তু নেই। তবু মানুষ কেন আতঙ্কিত হবে? এই প্রশ্নের উত্তর সবার জানা। তবু নতুন করে জানানোর প্রয়োজন মনে করছি। বাজারে হিংস্র বা মানুষখেকো জীবজন্তু না থাকলেও আগুন আছে। দ্রব্যমূল্যের আগুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন