নির্বাচন মাথায় রেখেই সব কাজ করতে হবে

জাগো নিউজ ২৪ মোনায়েম সরকার প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২

গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় তিনটি পণ্যের দাম বেঁধে দেওয়ার ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, ওইদিন থেকেই খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা। তবে পরের দিন শুক্রবার রাজধানীর ৯টি খুচরা বাজার ঘুরে সরকারি নির্দেশনার প্রতিফলনের চিত্র দেখতে পাননি গণমাধ্যমকর্মীরা। এসব বাজারের কোনোটিতে পণ্য তিনটি নির্ধারিত দরে বিক্রি হয়নি। দেশের অন্য স্থানেও দাম কমেনি।


দাম নির্ধারণের পাশাপাশি সরকার কঠোরভাবে বাজার তদারকির ঘোষণা দেওয়া হয়েছে। ভোক্তা অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই বাজারে তদারকি করবে বলা হলেও শুক্রবার ভোক্তা অধিদপ্তর ছাড়া কেউ বাজারে নামেনি বলে পত্রিকায় খবর ছাপা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us