নেটফ্লিক্সের খুফিয়ার ট্রেলারে এক ঝলক বাঁধন

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২

অনেক দিন ধরে ‘খুফিয়া’র অপেক্ষায় আছেন বাঁধন। বিশাল ভরদ্বাজ পরিচালিত এ সিনেমার হাত ধরে বলিউডে অভিষেক হবে বাঁধনের।অভিনেত্রীর উচ্ছ্বাসের তাই কমতি নেই। গতকাল খুফিয়ার ট্রেলার প্রকাশের পর উচ্ছ্বাস তাঁর আরও বেড়েছে। প্রায় আড়াই মিনিটের ট্রেলারে অল্প সময়ের জন্য দেখা মিলেছে বাঁধনের। টাবু, আলি ফজল, ওয়ামিকা গাব্বীর মতো বলিউডের অভিনয়শিল্পীদের মধ্যে নজর কেড়েছে বাঁধনের উপস্থিতি।


নেটফ্লিক্সের এ সিনেমায় সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন টাবু। যাঁর নাম কৃষ্ণা মেহরা। একসময় আবিষ্কার হয়, এজেন্সির মধ্যে রয়েছে এক বিশ্বাসঘাতক। যে ভেতরের সব গোপন খবর পাচার করছে বাইরে। সবাই সন্দেহ করে সে আর কেউ নয়, রবি মোহন (আলি ফজলের চরিত্র)। রবির পুরো পরিবারের ওপর নজরদারি শুরু করে কৃষ্ণা ও তার দল। কিন্তু রবি মোহনের দাবি, সে বিশ্বাসঘাতক নয়, বরং দেশপ্রেমিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us