বিএনপি ঢাকায় কী কর্মসূচি নেয়, নজরে রাখবে আওয়ামী লীগ

প্রথম আলো প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৫

ঢাকার বাইরে বিএনপির কর্মসূচি নিয়ে খুব বেশি চিন্তিত নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির নীতিনির্ধারকদের মূল চিন্তা ঢাকা নিয়ে। রাজধানী ঢাকায় বিএনপি কর্মসূচি ঘোষণা করলে পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ। বিশেষ করে ঢাকা যাতে অচল করার মতো কোনো কর্মসূচিতে বিএনপি যেতে না পারে, সেটাই নিশ্চিত করতে চায় সরকার ও আওয়ামী লীগ।


আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা মনে করেন, বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর পক্ষ থেকে যে কর্মসূচিই নেওয়া হোক না কেন, তাদের মূল লক্ষ্য ঢাকা। রাজধানীকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা, অচল করে দেওয়া এবং শেষে লাগাতার অবস্থানের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা বিরোধীদের লক্ষ্য। ফলে আওয়ামী লীগ ঢাকা ও এর আশপাশে শক্ত অবস্থান ধরে রাখার পক্ষে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সেভাবেই প্রস্তুতি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার বাইরের কর্মসূচিতে কোনো সমস্যা হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহজেই সমাধান করতে পারবে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us