You have reached your daily news limit

Please log in to continue


গতি নেই শিক্ষার প্রকল্পে

২০১৬ সালের জুলাইয়ে শুরু হয় ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্প। শুরুতে এ প্রকল্পের মেয়াদ ছিল ৪ বছর। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে করা হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। এতেও কাজ শেষ হয়নি। দীর্ঘ ৭ বছর এ প্রকল্পের অগ্রগতি মাত্র ৮ দশমিক ৬৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

একই অবস্থা ১৬০ উপজেলায় আইসিটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় নেওয়া দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটিরও। ২০১৭ সালের জুলাইয়ে এ প্রকল্প নেয় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর ২০২৩ সালের জুনে এটির কাজ শেষ করার কথা ছিল। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অগ্রগতি মাত্র ৩১ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন