দলের টপ-অর্ডার যখন ব্যর্থ, তখনই আরও একবার দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেন সাকিব আল হাসান। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তার ৮০ রানের ইনিংস বাংলাদেশকে দিয়েছে আত্মবিশ্বাস, দল পেয়েছে বড় রানের পুঁজি। আর বল হাতে বিপজ্জনক হয়ে উঠতে থাকা সূর্যকুমার যাদবকে আউট করে বাংলাদেশকে আবার কক্ষপথে ফিরিয়েছেন সেই সাকিবই।
ব্যাটে বলে দারুণ এক ম্যাচ পার করার সুবাদে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন টাইগার অধিনায়ক। শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ভারতীয় ব্যাটার শুভমান গিলের কণ্ঠেও তাই সাকিব বন্দনা। বললেন, ‘সাকিব বাংলাদেশের হয়ে ভালো খেলেছে। সে-ই আমাদের কাছ থেকে ম্যাচটা কেড়ে নিয়েছে।’