You have reached your daily news limit

Please log in to continue


সমমর্মিতা ব্যথা-বেদনা ভুলিয়ে দিতে পারে

সেপ্টেম্বর মাসটি ব্যথা-বেদনা সচেতনতার মাস। প্রতিবছর কোটি কোটি মানুষের কত কত দিন বেদনার নীল যন্ত্রণায় কেটে যায়—কী দুর্ভোগ, কী কষ্ট! যাদের হয় তারা ছাড়া অন্য কেউ বোঝে না। গুরুতর ব্যথা যাদের, তাদের জন্য ব্যবহার করা হয় মরফিন—সেটা অবশ্য চিকিৎসকের পরামর্শে। জীবনের মান সমুন্নত রাখার জন্য এ ব্যবস্থা নিরাপদ।

দুর্ভাগ্যবশত অনেক মানুষকে ফেলে রাখা হয় দারুণ বেদনার যন্ত্রণায়। তবে আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত এই মরফিন পাওয়া অত সহজ নয়। এ বিষয়ে স্বাস্থ্যকর্মীদের উপলব্ধির ব্যাপার আছে। মরফিনকে ব্যথা-বেদনার বিরুদ্ধে অন্যতম হাতিয়ার হিসেবে দেখা বাঞ্ছনীয়। একে মোকাবিলা করতে গিয়ে দেখতে হবে, এটি কার্যকর ও নিরাপদ কি না। ব্যবস্থাপত্র সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না। দারুণ বেদনায় ককিয়ে ওঠা মানুষ এর জন্য ফিরে পায় বাঁচার শক্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন