নতুন সিরিজের আইফোন ও ওয়াচ উন্মোচন অ্যাপলের

বণিক বার্তা প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০

অপেক্ষার অবসান ঘটিয়ে আইফোন ১৫ সিরিজ উন্মোচন করেছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন ছাড়াও নতুন ওয়াচ সিরিজ ৯ ও আল্ট্রা ২ ওয়াচ এনেছে প্রতিষ্ঠানটি। ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ান্ডারলাস্ট ইভেন্টটির আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল আইফোন ১৫ সিরিজ। এ সিরিজে মোট চারটি মডেল উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। 


মডেলগুলো হচ্ছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সে রয়েছে অ্যাপলের এ১৭ বায়োনিক চিপসেট। অন্যদিকে এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনে। এছাড়া রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। পাশাপাশি অারো একটি বিষয় জানানো হয়েছে। এখন থেকে অার ১৩ মিনি সিরিজের কোনো ডিভাইস বিক্রি করবে না যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট।◌কোম্পানিটি জানায়, গ্রাহকদের বড় ডিসপ্লের চাহিদা মিনি ডিভাইসের বিক্রি উল্লেখযোগ্য হারে কমিয়েছে। যে কারণে নতুন ভার্সন বাজারজাতের সঙ্গে মিনির উৎপাদন ও বিক্রি বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us