সার্ভিক্যাল ডিস্ক প্রলাপস ঘাড়ব্যথার অন্যতম কারণ। ডিস্ক প্রলাপসে ঘাড়ের স্থানচ্যুত ডিস্ক বা কশেরুকার মধ্যকার ছোট হাড়ের টুকরাগুলো স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসা নার্ভের শাখা-প্রশাখার ওপর চাপ দেয়। এতে ঘাড়ে ব্যথা হয়। দুর্বল দেহভঙ্গি এর একটি বড় ঝুঁকি। এর কারণে ঘাড়ের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়। যদি ঘাড়ব্যথার সঙ্গে বাহু কিংবা হাতে অবশ ভাব দেখা দেয় কিংবা হাতের শক্তি কমে যায় অথবা কাঁধ ব্যথা করে, ব্যথা হাতের দিকে নামে, তাহলে অবশ্যই যথাযথ চিকিৎসা নিতে হবে।
কারণ
ঘাড়ব্যথা অনেক কারণে বেড়ে যেতে পারে। মাথা দীর্ঘ সময় এক অবস্থানে রাখলে, যেমন গাড়ি চালালে কিংবা কম্পিউটারে কাজ করলে ঘাড়ব্যথা বাড়তে পারে। ঘাড়ের অতিরিক্ত ব্যবহার, যেমন টানা কয়েক ঘণ্টা কম্পিউটার বা স্মার্টফোন ঘাড় বাঁকিয়ে ব্যবহার করা, শুয়ে শুয়ে বই পড়া। এতে ঘাড়ের মাংসপেশিতে টান পড়ে। অনেক সময় আঘাতের কারণে ঘাড়ে ব্যথা হয়, যেমন গাড়ি দুর্ঘটনা, ওপর থেকে পড়ে যাওয়া।
গাড়িতে থাকা অবস্থায় পেছন থেকে যদি অন্য কোনো গাড়ি আঘাত করে, তাহলে মাথা পেছন দিকে ঝাঁকি খায়, এতে ঘাড়ের নরম টিস্যুগুলোতে টান লাগে ও ব্যথা হয়।