মানুষ সৌন্দর্যের পূজারী। তাই সুন্দর থাকতে মানুষ কি না করে? বর্তমানে মানুষ সুন্দর করে হাসতে অনেক আগ্রহ দেখাচ্ছে অর্থোডন্টিক্স চিকিৎসায়। আজ আপনাদের সঙ্গে আলোচনা করবো অর্থোডন্টিক্স চিকিৎসা নিয়ে-
অর্থোডন্টিক্স চিকিৎসা কী ও কেন করবেন?
অর্থোডন্টিক্স, যা দাঁত সোজা করা নামেও পরিচিত। আঁকা-বাঁকা, উঁচু-নিচু, ফাঁকা দাঁত সোজা করার জন্য এ চিকিৎসা করা হয়ে থাকে। এটি আপনার দাঁতের মধ্যে ফাঁক ও সাধারণ সমস্যা যেমন ওভারজেট বা গভীর কামড় ঠিক করতে পারে।
এ ট্রিটমেন্টের মাধ্যমে আপনার মুখের হাসিই বদলে যাবে। অর্থোডন্টিক্সের পুরো নাম ‘অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিকস’।
অর্থোডন্টিক্স চিকিৎসা মূলত ব্রেসেস, রিটেইনার্স এবং এলাইনার্সের মাধ্যমে করা হয়ে থাকে। তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় ফিক্সড ব্রেসেস। এছাড়া রিমুভাল ব্রেসেসেরও প্রচলন আছে ব্যাপক।