এইসব 'আলোচিত ঘটনা’ আমাদের কী বার্তা দেয়?

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩১

একটা দেশে একই সময়ে কত বিপরীতধর্মী ও কত অদ্ভুত ঘটনা যে ঘটতে পারে, বাংলাদেশ তার প্রমাণ। দেশের হাসপাতালগুলোতে একদিকে ডেঙ্গু রোগীরা কাতরাচ্ছেন; পর পর দুই সপ্তাহে দুজন বাবা-মা সন্তান হারিয়ে পাগলপ্রায়; আরেকজন বাবা তার সন্তানকে বাঁচাতে পারবেন কিনা তা ভেবে আর্তনাদ করছেন; রোগীদের স্বজনরা পাগলের মতো রক্ত আর স্যালাইনের জন্য দৌঁড়াচ্ছেন। অন্যদিকে বারডেমের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি হাসপাতালে আড্ডাকে কেন্দ্র করে মারামারি, গালাগালি, হট্টগোল করছেন কতিপয় উচ্চপদস্থ সরকারি কর্মকতা। দুটি বিপরীতধর্মী চিত্রের এ বিষয়টা ভাবা না গেলেও, এইটাই আমাদের বাস্তবতা। এই ঘটনা নিয়ে দশ জনে দশ কথা বলছেন, সামাজিক মাধ্যমে লিখছেন, এমনকি কেউ কেউ ওয়েব সিরিজ লিখবেন বলে কাগজ কলম নিয়ে বসে গেছেন।


এরমধ্যে গত ৩/৪ দিন যাবত দেশবাসীর আলোচ্যসূচিতে ছিলেন এডিসি হারুণ। সাংবাদিক, ব্যবসায়ী, এমনকি সহকর্মীকে মারধর করে পার পেয়ে যাওয়া রমনা জোনের এডিসি হারুণ অর রশিদের 'নতুন কাহিনী'। আগের ঘটনাগুলোতে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়া হলেও এবার ছাত্রলীগ নেতার দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় বেশ বিপদেই পড়েছেন তিনি। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিজেই বলেছেন পুলিশের কেউ অন্যায় করলে তার সাজা হবে। হুম, একটা লঘু সাজা হয়েছিলও বটে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us