জি-২০ সম্মেলনে দিল্লির ব্যবসায়ীদের ১২ কোটি ডলারের ক্ষতি: ব্লুমবার্গ

আজকের পত্রিকা প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৯

ভারতের রাজধানীতে জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে তিন দিন আগে। এখন এই আয়োজনের কী অর্জন তা নিয়ে চলছে আলোচনা। কিন্তু মাথায় হাত পড়েছে নয়াদিল্লির ব্যবসায়ীদের। তিন দিন ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ১২ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে। 


জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে উপস্থিত হয়েছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতারা। আর তাই নিরাপত্তার জন্য প্রতিবেশী রাজ্যগুলোর সীমান্ত বন্ধ করা হয়। রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি বিভাগগুলোও বন্ধ ছিল। একদম খালি ছিল দিল্লির রাজপথ। 


চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ব্রিজেশ গয়াল বলেছেন, কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে বেশ কয়েকটি বাজারে লোকসমাগম ছিল স্বাভাবিক সময়ের ১০ ভাগের ১ ভাগ। পার্শ্ববর্তী শহরগুলো থেকে প্রতিদিন প্রায় ৪ লাখ ক্রেতা আসে রাজধানী দিল্লিতে। সম্মেলনের তিন দিনে তা ছিল না। কয়েকটি দোকান দিনের অর্ধেক সময় খোলা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us