ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তবে এবার তাঁদের ব্যক্তিজীবনে আলোকপাত করলেন স্বয়ং শাহরুখ খান। শুধু তা–ই নয়, বিরাটকে শাহরুখ ডাকলেন ‘বলিউডের জামাই’ বলেও। স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে বিরাটকে নিয়ে অনেক কথাই বলেছেন ‘কিং খান’।
এই সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘অন্যান্য খেলোয়াড়ের তুলনায় আমি বিরাটকে বেশি দিন ধরে চিনি। বিরাট-আনুশকার সঙ্গে আমি অনেকটা সময় কাটিয়েছি। আমি বিরাটকে চিনি, যখন থেকে ওরা প্রেম করছে। আমরা শুটিং করছিলাম। আনুশকাও ছিল ওই সিনেমায়। বিরাট আমাদের সঙ্গে অনেক দিন কাটিয়েছে। আমাদের সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল।’