ম্যাচে গোল হলো চারটি। স্কটল্যান্ডকে ৩-১ গোলেই হারালো ইংল্যান্ড। কিন্তু চারটি গোলই দিলো ইংলিশরা। স্কটল্যান্ডের হয়ে একটি গোল দিয়েছিলো ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে। আত্মঘাতী ওই গোলটির পরও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়লো ইংলিশরা।
ইংল্যান্ডের হয়ে গোল করেছেন ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম এবং হ্যারি কেইন। আর স্কটল্যান্ডের হয়ে একটি গোল করে দিয়েছেন (আত্মঘাতী) হ্যারি ম্যাগুইরে। এই জয়ের ফলে স্কটিশদের বিপক্ষে ২৪ বছর অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখলো ইংলিশরা।
বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর জুড বেলিংহ্যাম যেন ফর্মের তুঙ্গে রয়েছেন। প্রথম চার ম্যাচেই তার পা থেকে এসেছে ৫ গোল। এবার জাতীয় দলের হয়েও গোল করলেন। শুধু তাই নয়, একটি গোলে সহায়তাও করেছেন তিনি।