অ্যান্টার্কটিকায় বিস্তৃত এলাকা জুড়ে বরফ গলে পড়ায় ১০ হাজার সম্রাট পেঙ্গুইনের মৃত্যু ঘটেছে। জলবায়ু পরিবর্তনকে এর জন্য দায়ী করছেন বিজ্ঞানীরা। গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে না পারলে এই শতাব্দীতেই বিশেষ প্রজাতির এই পেঙ্গুইন বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের। লিখেছেন তৃষা বড়ুয়া
গবেষণা প্রতিবেদন
সম্রাট পেঙ্গুইন। পেঙ্গুইন প্রজাতির মধ্যে সবচেয়ে লম্বা ও ভারী পাখি। অ্যান্টার্কটিকা মহাদেশ তাদের বাসস্থান। নারী ও পুরুষ উভয়েরই আকার একই। উচ্চতা ১০০ সেন্টিমিটার আর ওজন ২২ থেকে ৪৫ কিলোগ্রাম। অ্যান্টার্কটিকার এই সম্রাট পেঙ্গুইনদের জীবনে সম্প্রতি মর্মান্তিক ঘটনা ঘটে।