প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আফ্রিকার মরক্কো ও লিবিয়ার জনজীবন। লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাত, অন্যদিকে প্রতিবেশী মরক্কোয় ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি। দুই দেশেই ধসে গেছে অসংখ্য পথ-ঘাট ও বাড়ি-ঘর। লিবিয়ায় এখন পর্যন্ত ২০০-এর মতো প্রাণহানির খবর পাওয়া গেলেও সংখ্যাটা ২ হাজার ছাড়াতে পারে বলে শঙ্কা রয়েছে। সব মিলিয়ে কয়েকদিনের ব্যবধানে আফ্রিকার মুসলিমপ্রধান দেশ দুটিতে প্রাকৃতিক দুর্যোগে মানবিক সংকট চরমে পৌঁছেছে।
শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েল রবিবার তাণ্ডব চালায় লিবিয়ায়। ঝড় ও বন্যায় ডারনা এলাকায় বহু বাড়ি-ঘর, সড়ক তলিয়ে যায়। স্রোতের তোড়ে ভেসে গেছে বহু মানুষ। কয়েক হাজার মানুষ নিখোঁজ। মূলত দুটি বাঁধ ভেঙে সমুদ্র তীরবর্তী এলাকা প্লাবিত। সঙ্গে ভারী বর্ষণ পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলে।
পূর্বাঞ্চলীয় লিবিয়ার ন্যাশনাল আর্মি’র (এলএনএ) মুখপাত্র আহমেদ মিসমারি বলেছেন, ‘ডারনা শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সম্ভবত ২ হাজার মানুষ মারা গেছেন। নিখোঁজ ৬ হাজার। বন্যার পানির তোড়ে দুটি বাঁধ ভেঙে পড়েছে।’
নিহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সাংবাদমাধ্যম সিএনএন। সরকারও সঠিক সংখ্যাটা নিরূপণ করতে পারেনি এখনও।