বিমানবন্দরে কাস্টমস কর্মীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা। এ বিষয়ে নতুন নির্দেশ জারি করেছে ঢাকা কাস্টম হাউজ। সম্প্রতি বিমানবন্দরটির কাস্টম হাউজের সুরক্ষিত গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ লুটের পর নড়েচড়ে বসেছে কাস্টমস কর্তৃপক্ষ। কর্মীদের নজরদারি বাড়তে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ।


নিষেধাজ্ঞা না মানলে বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে হবে কাস্টমস কর্মীদের। সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।


অফিস আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন শিফটে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীরা তাদের দায়িত্ব পালনকালীন সময়ে মাত্রাতিরিক্তভাবে মোবাইল ফোন ব্যবহার করছেন। ফলে বিমানবন্দরে আগত যাত্রীদের যাত্রীসেবা প্রদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দাফতরিক শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us