ডেঙ্গুর মৌসুম এবার দীর্ঘ হওয়ার আশঙ্কা

আজকের পত্রিকা প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬

দেশে সাধারণত ডেঙ্গুর মৌসুম শুরু হয় জুনে। সেপ্টেম্বর পর্যন্ত চলে প্রকোপ। কিন্তু গত বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল অক্টোবর পর্যন্ত। এ বছর ডেঙ্গু ছড়াচ্ছে গত জানুয়ারি থেকেই। সেপ্টেম্বরের প্রায় মাঝামাঝি এসেও সংক্রমণ কমার লক্ষণ নেই। বরং তা আরও বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। বিশেষজ্ঞরা বলছেন, এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন এখনো চলছে। ফলে এ বছর ডেঙ্গুর মৌসুম আরও দীর্ঘ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 


বিশেষজ্ঞদের এই আশঙ্কাকে সমর্থন করছে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর মৌসুম জরিপের ফলাফল। জরিপের সময় রাজধানীর দুই সিটিতেই জলমগ্ন মেঝে, প্লাস্টিকের বালতি ও ড্রামে এডিসের লার্ভা পাওয়া গেছে। পাইপ, গাছের পাতা, ভাঙা চেয়ার, প্লাস্টিকের মগ-বদনা, ফুলের টব ও টবের ট্রে, মিটারের গর্ত, গেটের চ্যানেলে জমা পানিতেও এডিসের লার্ভা পাওয়া গেছে। ঢাকার দুই সিটির মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের তুলনায় উত্তর সিটি করপোরেশনে এডিসের লার্ভা পাওয়া গেছে বেশি। উত্তর সিটিতে ডেঙ্গু রোগীর সংখ্যাও বেশি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই

প্রথম আলো | ঢাকা মেট্রোপলিটন
সম্পাদকীয় ৩ সপ্তাহ, ৩ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us