বলিউড অভিনেত্রী দিব্যা খোসলা কুমার বাংলা ছবিতে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। কলকাতায় তাঁর নতুন ছবি ‘ইয়ারিয়া ২’-এর প্রচারে এসে এ আগ্রহের কথা প্রকাশ করেন অভিনেত্রী। বেশ কয়েক বছর পর কলকাতায় এসে বিস্মিত বলেন, ‘এখন কলকাতার দারুণ উন্নতি হয়েছে। সুন্দর হয়েছে। চেনা দায়।’
গত শুক্রবার ‘ইয়ারিয়া ২’ ছবির প্রচারে এসেছিলেন দিব্যা। তিন দিনের সফরে শহর ঘুরে দেখার পর কলকাতার একটি বিপণিকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলা ছবিতে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন, ‘এখন অল্প কিছু বাংলা বুঝি। বাংলা ছবিতে অভিনয় করার আগে বাংলা শিখে নেব।’ এর আগে আরেকবার তিনি কলকাতায় এসেছিলেন তাঁর ছবি ‘সনম রে’র প্রচারে।