সরকারি হাসপাতাল থেকে ওষুধ পাচারকালে দুই কর্মচারী আটক

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচারকালে দুই কর্মচারীকে আটক করা হয়েছে। শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় গেট দিয়ে ‘ওয়াটার ফর ইনজেকশন’ নামের ১০ প্যাকেট ওষুধ পাচারকালে তাদের আটক করেন আনসার সদস্যরা। আটককৃতরা হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে ওয়ার্ডবয় হিসেবে কাজ করতেন।


আটককৃতরা হলেন নগরীর সাধুর মোড়ের বাসিন্দা মৃত একরাম সরকারের ছেলে রেজয়ানুল ইসলাম রেজু (৪০) ও বহরমপুর এলাকার বাসিন্দা গণেশের ছেলে সনি (২৪)।


হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে ওষুধগুলো হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ড থেকে নিয়ে বের হচ্ছিলেন দুই কর্মচারী। এ সময় সিসিটিভি ক্যামেরায় তাদের হাতে সন্দেহজনক ব্যাগ দেখতে পান হাসপাতালের পরিচালক। তার নির্দেশে হাসপাতালের আনসার মো. শহিদুল ইসলাম ও মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের আটক করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us