জিততে বাংলাদেশের চাই ২৫৮ রান

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৩

সংক্ষিপ্ত স্কোর: 


শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৭/৮ (রাজিথা ১*, সাদিরা ৯৩, ঠিকশানা ২, দুনিথ ৩, শানাকা ২৪, ধনঞ্জয়া ৬, আসালাঙ্কা ১০, মেন্ডিস ৫০,  নিসাঙ্কা ৪০, করুনারত্নে ১৮)


সেঞ্চুরি করতে শেষ ওভারে সাদিরা সামারাবিক্রমাকে করতে হতো ১৭ রান। তৃতীয় বলে স্ট্রাইকে গিয়ে প্রত্যাশিতভাবে আগ্রাসী হয়ে ওঠেন তিনি।তাসকিন আহমেদের ওপর চড়াও হয়ে টানা চার ও ছয়ও মারেন। পঞ্চম বলে টাইমিংয়ে গড়বড় করে রান নিতে পারেননি। শেষ বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের ক্যাচ হন তিনি। ৭২ বলে ৮ চার ও ২ ছয়ে ৯৩ রানে অপরাজিত ছিলেন সাদিরা। তার শেষ দিকের ঝড়ে আড়াইশ পার করা নিয়ে শঙ্কায় থাকা শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৫৭ রান করে।


এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে করতে হবে ২৫৮ রান। বল হাতে তাসকিন ও হাসান মাহমুদ তিনটি করে উইকেট নিয়েছেন। মাঝের দিকে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসকে ফিরিয়ে শরিফুল ইসলাম দারুণ ব্রেক থ্রু আনেন। বোলাররা মোটামুটি সফল, এবার ব্যাটারদের দায়িত্ব। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us