টাইগার শিবিরের দুই ব্যাটার তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়কে নিয়ে কিছুটা হলেও স্বপ্ন দেখছিলেন দেশের ক্রিকেটভক্তরা। কিন্তু সম্প্রতি তাদের পারফরম্যান্সে ভক্তদের মনে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে। তারা আসলে কতটা প্রতিশ্রুতিশীল, ব্যাট হাতে কতটা মেধাবী, আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে ভালো কিছু দেওয়ার ক্ষমতা কতটা আছে তাদের?
কেউ কেউ তো তানজিদ আর হৃদয়ের ব্যাটিং সামর্থ্য নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন।
যদিও বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার মোহাম্মদ আশরাফুল তানজিদ তামিম ও হৃদয়কে ছোট করে দেখতে নারাজ। আশরাফুলের বিশ্বাস, তানজিদও হৃদয়ের সামর্থ্য আছে আরও ভালো খেলার। তারা আন্তর্জাতিক ক্রিকেটে বড় তারকা হওয়ার ক্ষমতা রাখেন। তবে প্রতিভার স্ফুরণ ঘটেনি এখনো।